Weather Today: বসন্তে গরম বাড়ছে তিলোত্তমায়, আরও কি বাড়বে তাপমাত্রা?

বসন্তকাল হলেও সকালে শীতের আমেজ সম্পূর্ণ উধাও। বরং দিনের বেলায় রোদের দাপট অনেকটাই। বসন্তে যেন কার্যত অকাল গ্রীষ্ম। 

Updated By: Mar 16, 2022, 07:59 AM IST
Weather Today: বসন্তে গরম বাড়ছে তিলোত্তমায়, আরও কি বাড়বে তাপমাত্রা?
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের বাড়ছে গরম। একদিনে প্রায় এক দিনে ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আগামী ৭২ ঘন্টায় আরও ১ থেকে ২ ডিগ্রি  তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যে এখন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই-ই। 

বসন্তকাল হলেও সকালে শীতের আমেজ সম্পূর্ণ উধাও। বরং দিনের বেলায় রোদের দাপট অনেকটাই। বসন্তে যেন কার্যত অকাল গ্রীষ্ম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৭  ডিগ্রি সেলসিয়াস। এই সর্বনিম্ন তাপমাত্রা রাতারাতি প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস হবে আগামী দিনে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বেড়ে হতে চলেছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৯০ শতাংশ। 

 আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। বরং রয়েছে গরম বৃদ্ধির সম্ভাবনা। চার পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দিনের বেলার গরম বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। দেশের বাকি অংশেও বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। 

এর মধ্যে অরুণাচল প্রদেশে বৃষ্টির সামান্য সম্ভাবনারয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। দেশের বাকি অংশে আপাতত গরম বাড়বে আগামী কয়েকদিন। ইতিমধ্যেই ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছে গুজরাটের বেশ কিছু এলাকায়। এছাড়াও পশ্চিম রাজস্থান , কঙ্কন , কেরালা সহ বেশকিছু রাজ্যে তাপমাত্রা এখনই ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন, Bagdogra Airport: দিল্লি থেকে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, ফের সচল বাগডোগরা বিমানবন্দর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.