Weather Report: ধনতেরসের আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতায়

Bengal weather today: কলকাতায় নব্বই কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। দুর্যোগ শঙ্কায় সতর্ক পুরসভা। চালু থাকবে সব পাম্পিং স্টেশন। বিপজ্জনক বাড়ি ফাঁকা করার নির্দেশ মেয়রের।  

Updated By: Oct 22, 2022, 12:34 PM IST
Weather Report: ধনতেরসের আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতায়
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: আলোর উত্‍সবে আঁধারের ভ্রূকুটি। কালীপুজোয় ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। উত্‍সবের সময়ই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। উপকূল এলাকায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে প্রভাব পড়বে কলকাতাতেও। ঝোড়ো হাওয়ার থেকে বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতা শহরে। সাইক্লোনের জেরে কালীপুজোর পরদিনও প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সোম-মঙ্গল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় নব্বই কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। দুর্যোগ শঙ্কায় সতর্ক পুরসভা। চালু থাকবে সব পাম্পিং স্টেশন। বিপজ্জনক বাড়ি ফাঁকা করার নির্দেশ মেয়রের।  

আরও পড়ুন, Child Trafficing: পাচারের জন্য আনা হয় ২ বাংলাদেশি শিশুকে, মুম্বই থেকে চক্রের পান্ডাকে ধরল পুলিস

তবে কলকাতায় শনিবার ও রবিবার মূলত পরিস্কার আকাশ থাকলে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। সকালে ও রাতের দিকে মনোরম পরিবেশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ  ৮৬ শতাংশ। বৃষ্টি হয়নি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলের অংশে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই তিন জেলাতেই ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার। সোমবারেও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান।

কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ২৫ তারিখ বা মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলির বেশ কিছু অংশে। তবে হালকা ঝোড়ো হওয়া শুরু হবে সোমবার থেকেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে এবং রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক খেলাধুলো ও কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় সমস্ত ফেরি সার্ভিস সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন, Cyclone Sitrang: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, বাড়তি সতর্কতা সুন্দরবনে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.