WB Panchayat Election 2023: জলপাইগুড়ি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে সবুজ ঝড়

জেলা পরিষদের ২৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা। এর সঙ্গেই জলপাইগুড়ি জেলার ৯টি পঞ্চায়েত সমিতিরও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। 

Updated By: Jul 12, 2023, 11:30 AM IST
WB Panchayat Election 2023: জলপাইগুড়ি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে সবুজ ঝড়

প্রদ্যুৎ দাস : জলপাইগুড়িতে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে সবুজ ঝড়। একাধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ৯টি আসনের মধ্যে ৯টি-ই জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ওদিকে জেলা পরিষদের ২৪টি আসনের ২৪ টিতেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। জলপাইগুড়ি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি দখলে রাখল তৃণমূল। সবুজ ঝড়ে বিরোধী শূন্য জলপাইগুড়ি জেলা পরিষদ। সবুজ ঝড়ে জয়ী নতুন প্রজন্মের প্রার্থীরাও।

মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছিল গণনা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে গণনা। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ জলপাইগুড়ি সদর ব্লকের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান সদর বিডিও তথা রিটার্নিং অফিসার। বৃষ্টি ভেজা ফাঁকা গণনাকেন্দ্রে তখন বসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবারেও জলপাইগুড়ি জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে উঠে এসেছে নতুন প্রজন্মের নতুন মুখ। যার মধ্যে অন্যতম সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী প্রণয়ীতা দাস। যিনি এবারেরই প্রথম অবতীর্ণ হয়েছিলেন রাজনৈতিক ময়দানে। পাশাপাশি ছিলেন জেলার বিস্তীর্ণ জঙ্গল ও চা বলয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের জেলা সভানেত্রী মহুয়া গোপও। 

জলপাইগুড়িতে জেলা পরিষদের ২৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা। এর সঙ্গেই জলপাইগুড়ি জেলার ৯টি পঞ্চায়েত সমিতিরও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত সবগুলিতেই তৃণমূল এগিয়ে। সব মিলিয়ে জেলায় সবুজ ঝড়ে অনেকটা ফিকে হয়ে গিয়েছে গেরুয়া থেকে লালের ছটা।

আরও পড়ুন, WB Panchayat Election 2023 Results: পঞ্চায়েত সমিতির নির্বাচনে ফল ১৫-১৫, বিষ খাওয়ার হুমকি তৃণমূল সমর্থকদের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.