১৪ মে ভোট? আজ স্পষ্ট করবে আদালত
আদালতের সন্তুষ্টির ওপরেই নির্ভরশীল ১৪ মের ভোট। অতএব এদিন আদালতের রায়ের দিকেই তাকিয়ে গোটা রাজ্য। অন্যদিকে, ই মনোনয়নের আর্জি জানিয়ে সিপিএম যে মামলা করেছিল, তারও রায় দেবে আদালত।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েতের জোড়া মামলায় মঙ্গলবার নজর হাইকোর্টে। আজ শুনানি হবে দুই ডিভিশন বেঞ্চে। বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে সিপিএমের ই-মনোনয়ন আর্জির রায়। অন্যদিকে, প্রধান বিচারপতির বেঞ্চে উঠবে নিরাপত্তা মামলা। ভোটে কী নিরাপত্তা ব্যবস্থা? এদিন ডিভিশন বেঞ্চে বিস্তারিত রিপোর্ট দেবে কমিশন, রাজ্য।
আরও পড়ুন: "এখনও ঘুম ভাঙেনি!", ফের হাইকোর্টের তিরস্কারের মুখে কমিশন
আদালতের সন্তুষ্টির ওপরেই নির্ভরশীল ১৪ মের ভোট। অতএব এদিন আদালতের রায়ের দিকেই তাকিয়ে গোটা রাজ্য। অন্যদিকে, ই মনোনয়নের আর্জি জানিয়ে সিপিএম যে মামলা করেছিল, তারও রায় দেবে আদালত। সোমবার বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে জোর সওয়াল জবাব হয়। এদিন হাইকোর্টের কড়া তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন। বামেদের আর্জি খতিয়ে না দেখার জন্য হাইকোর্টের ভর্তসনার মুখে পড়ে কমিশন। ৩৪০টি ই মনোনয়ন সম্পর্কিত রিপোর্ট তলব করে আদালত। ৩ দিনের ভোট একদিনে কেন? এনিয়ে সোমবার ফের নয়া মামলা করে সিপিএম।
আরও পড়ুন: এবারের পঞ্চায়েত নির্বাচনে অভিনব পদক্ষেপ কমিশনের
ভোটে কী নিরাপত্তা ব্যবস্থা, তা নিয়ে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে বিস্তারিত রিপোর্ট দেবে কমিশন, রাজ্য। এদিকে, প্রশাসনিক বৈঠক ঘিরে নবান্নে তুঙ্গে তত্পরতা। উচ্চপর্যায়ের বৈঠক থাকবেন আমলা, অফিসাররা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে নয়, প্রচারেই ব্যস্ত মন্ত্রীরা।