জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

একনজরে দেখে নিন জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

Updated By: May 18, 2018, 05:14 PM IST
জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত  জলপাইগুড়ি

অবকাশ সময়ে জঙ্গল ঘুরতে চাইলে পশ্চিমবঙ্গের এই জেলায় ঢুঁ মারতেই পারেন। গরুমারা, চাপরামারি মতো গহন অভয়ারণ্য আমবাঙালির অন্যতম ভ্রমণ মেনু। ২০১১ সালে জনগণনা অনুযায়ী এই জেলার জনসংখ্যা সাড়ে ৩৮ লক্ষের কাছাকাছি। সাক্ষরতার হার ৭৩ শতাংশ। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ শে জুন জলপাইগুড়ি জেলা ভাগ হয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। বর্তমানে জলপাইগুড়ি জেলাপরিষদের আসন সংখ্যা ১৯।

জেলা পরিষদ: মোট আসন- ১৯ জেলা পরিষদ: মোট আসন- ৩৭ জেলা পরিষদ: মোট আসন- ৩৪
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ১৫ বামফ্রন্ট ২৭ বামফ্রন্ট ২৯
বামফ্রন্ট  তৃণমূল কংগ্রেস
কংগ্রেস কংগ্রেস বিজেপি
বিজেপি গোর্খা জনমুক্তি মোর্চা - -
অন্যান্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা - -

 

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

 

.