নিজের খাস তালুকেই দুধকুমারকে ঠেকাতে পারলেন না অনুব্রত
বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া হলেও জয় পেয়েছেন দুধকুমার মণ্ডল। তিনি ব্রাহ্মণ বহড়া গ্রাম পঞ্চায়েত থেকে ৩১০ টি ভোটে জয়ী হয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে, মহম্মদবাজারের গণপুর ও ময়ূরেশ্বরের মল্লারপুরে জয় পেয়েছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: গরমাগরম কথাবার্তায় তিনি একসময়ের তৃণমূলের বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যুযুধান প্রতিপক্ষ। কিন্তু পরের দিকে ক্রমেই নিজের দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি, রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন, জল্পনা তুঙ্গে ওঠে তাঁর তৃণমূলে যোগদান ইস্যুতেও। তিনি বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। মাঝে কয়েকদিনের বিরতি থাকলেও, এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি ফের পদ্মফুল প্রতীকে লড়েছেন, আর তাতেই ফের বীরভূমের রাজনীতির চর্চায় উঠে এসেছে তাঁর নাম। আর এবার অনুব্রত মণ্ডলের খাসতালুকেই কার্যত সপাটে জবাব দিয়ে জয়ী হলেন দুধকুমার মণ্ডল।
আরও পড়ুন: ঝড়ের বেগে এগোচ্ছে তৃণমূলের জয়যাত্রা, ধারেকাছেও নেই বিজেপি
বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া হলেও জয় পেয়েছেন দুধকুমার মণ্ডল। তিনি ব্রাহ্মণ বহড়া গ্রাম পঞ্চায়েত থেকে ৩১০ টি ভোটে জয়ী হয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে, মহম্মদবাজারের গণপুর ও ময়ূরেশ্বরের মল্লারপুরে জয় পেয়েছে বিজেপি।
আরও পড়ুন: কাউন্টিংহলে এসডিপিওকে দেখেই পা জড়িয়ে ধরল ‘সে’, মিলল স্নেহের পরশ
গত পুরভোটের সময়ে বীরভূমের বিজেপির জেলা সভাপতি ছিলেন দুধকুমার মণ্ডল। সেসময় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর তরজায় উত্তাপ ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার কিন্তু বিজেপি অন্দর সূত্রের খবর, পুরভোটের সময় প্রার্থী বাছাই নিয়ে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে মতানৈক্যের জেরে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি। সেসময় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল না করলেও অনুব্রতকে জবাব দিলেন দুধকুমার মণ্ডল।