জল বাড়ছে ফুলহার নদীর, বন্যায় আরও বেহাল পরিস্থিতির দিকে মালদা

Updated By: Aug 24, 2017, 09:04 AM IST
জল বাড়ছে ফুলহার নদীর, বন্যায় আরও বেহাল পরিস্থিতির দিকে মালদা

ওয়েব ডেস্ক: মালদায় বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।  আবারও জল বাড়ছে ফুলহার নদীর।  আর এতেই প্রশাসনিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। গঙ্গা ও মহানন্দা নদীর জল নতুন করে বাড়েনি। জেলার নটি ব্লক প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় বারো লক্ষ মানুষ। অর্ধেকের বেশি মানুষকে উঁচু কোনও জায়গায় নিয়ে আসা সম্ভব হয়নি। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের নদীগুলির জল ছাড়লে পরিস্থিতি আরও অবনতি হবে। গঙ্গার জল নতুন করে বাড়লেও প্লাবিত হবে বেশ কয়েকটি এলাকা। সেই এলাকাগুলিতে সতর্ক রয়েছে প্রশাসন। মজুত রয়েছে বালির বস্তা। এদিকে বন্যা পরিস্থিতির জন্য উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

.