বারাকপুরে অশান্তি রুখতে বিশেষ কন্ট্রোল রুম কমিশনারেটের, সকাল থেকে নজরদারি
বারাকপুরের (Barrackpore) সব বুথকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
নিজস্ব প্রতিবেদন: ষষ্ঠ দফায় কমিশনের নজরে বারাকপুর (Barrackpore)। এই কেন্দ্রের সব বুথই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন। বারাকপুর মহকুমায় রয়েছে ৮টি বিধানসভা আসন। অশান্তি রুখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাই চ্যালেঞ্জ কমিশনের (Election Commission)। বারাকপুর পুলিস কমিশনারেটে সকাল থেকে চলছে কড়া নজরদারি। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
কুইক রেসপন্স টিমকে (QRTs) পাঠানো হয়েছে হিংসাপ্রবণ এলাকাগুলিতে। কন্ট্রোল রুমের মনিটরে তাদের চলাফেরায় সরাসরি নজর রাখা হচ্ছে। কন্ট্রোল রুমে অভিযোগ আসার পর সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় কুইক রেসপন্স টিম, পুলিসের কিউআরটি ও সেক্টর অফিসারকে। কোভিড প্রটোকল ও সামাজিক দূরত্ব মেনেই কন্ট্রোল রুম পরিচালনা করছেন আধিকারিকরা।
বারাকপুরের (Barrackpore) সব বুথকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ওই কেন্দ্রে ২ জন পুলিস পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। চলতি ভোটে ১ জন পর্যবেক্ষককে ১টি বা তার বেশি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। বারাকপুরের অতীত হিংসা মাথায় রেখে বাড়তি পুলিস পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত।
আরও পড়ুন- WB Assembly Election 2021: চোপড়ায় রাতভর তাণ্ডব বাইক বাহিনীর; চলল গুলি, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসী