WB Assembly Election 2021: চোপড়ায় রাতভর তাণ্ডব বাইক বাহিনীর; চলল গুলি, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসী

ত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি  চুটিয়াখোর এলাকার মানুষজন।

Updated By: Apr 22, 2021, 09:10 AM IST
WB Assembly Election 2021: চোপড়ায় রাতভর তাণ্ডব বাইক বাহিনীর; চলল গুলি, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদন: ভোটের আগের রাতে চোপড়া বিধানসভায় চুটিয়াখোর এসাকায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। এনিয়ে আতঙ্কের গোটা পঞ্চায়েত এলাকার মানুষজন।

আরও পড়ুন-কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত কামারহাটির TMC প্রার্থী Madan Mitra

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি  চোপড়ার(Chopra) চুটিয়াখোর এলাকার মানুষজন। এবারও ভোটের আগের রাতে গুলি চালিয়ে ফের আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়েছে বলে মনে করছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন-বুথ লাগোয়া তৃণমূলের কার্যালয়, জ্বলজ্বল করছে প্রার্থীর নাম, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ঢাকা হল ত্রিপলে

এদিকে, ওই ঘটনায় পুলিসের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চোপরায় কোনও গুলি চালেনি।

এলাকার এক ব্যক্তির দাবি, গতকাল রাতে একটি বাইরবাহিনী এলাকায় ঢোকে।  আমাকে মারধর করে। এলাকার বিভিন্ন জায়গায় গুলিগোলা চালায়।

এলাকার এক মহিলা জি ২৪ ঘণ্টাকে জানান, রাত বারোটা নাগাদ কিছু দুষ্কৃতী বাইক নিয়ে এসে গুলি চালিয়ে চলে যায়। গুলির শব্দে গ্রামবাসীরা উঠে পড়ে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। কারা গুলি চালিয়েছে তা দেখতে পাইনি। গুলির পরই পুলিসকে ফোন করা হয়। আতঙ্ক তৈরির জন্যই গুলি চালানো হয়।   

.