West Bengal Election 2021: বাংলাকে ভাগ করতে চায় BJP, রাজ্যের ইতিহাস ও ভবিষ্যৎ রক্ষায় এসেছি: Rahul

বাংলায় চাকরি পাওয়ার জন্য শাসক দলকে টাকা দিতে হয় বলে মন্তব্য করেন রাহুল (Rahul Gandhi)। 

Updated By: Apr 14, 2021, 07:17 PM IST
West Bengal Election 2021: বাংলাকে ভাগ করতে চায় BJP, রাজ্যের ইতিহাস ও ভবিষ্যৎ রক্ষায় এসেছি: Rahul

নিজস্ব প্রতিবেদন: 'ঘৃণা ও হিংসা ছড়িয়ে বাংলাকে ভাগ করতে চায় বিজেপি।' উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সভায় বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কথায়,'আমরা নির্বাচনে লড়ছি না। বাংলার ইতিহাস ও ভবিষ্যৎ রক্ষা করতে এসেছি।'

এ দিন রাহুল (Rahul Gandhi) বলেন,'ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে বিজেপি। বাংলাকে ভাগ করতে চায়। বাঙালির ভ্রাতৃত্বকে শেষ করতে চায় ওরা। অসম ও তামিলনাড়ুতেও একই জিনিস করছে। এর ফল খুব খারাপ হবে।' কংগ্রেস নেতার সাবধানবাণী,'নরেন্দ্র মোদী, অমিত শাহের কিচ্ছু হবে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী রয়েছে। আগুন লাগলে এখানে লাগবে। বাংলা জ্বলবে। বাংলার মা-বোনেরা কাঁদবেন। একবার বাংলা ভাগ করে দিলে আগুন জ্বলবে, কেউ আটকাতে পারবে না।' কংগ্রেসের প্রাক্তন সভাপতির সংযোজন,'নরেন্দ্র মোদীকে ভয় পায় না রাহুল গান্ধী। উল্টে উনি রাহুল গান্ধীকে ভয় পান। এটা বাংলার ভবিষ্যতের লড়াই। বাংলা বাঁচাতে বিজেপিকে রুখতে হবে।' 

উত্তরপ্রদেশে আগুন লাগিয়ে বিজেপি নির্বাচনে জিতেছে বলে দাবি করেন রাহুল (Rahul Gandhi)। তাঁর কথায়,'নির্বাচনে ভাষণ দিতে আসিনি। এটা বলতে চাই, বাংলা ভাগ হলে সবচেয়ে বেশি লোকসান জনতার। উত্তরপ্রদেশে আগুন লাগিয়ে নির্বাচন জিতেছে বিজেপি। তারপরে কী হল? গিয়ে দেখুন সেখানে। করোনায় কী হাল! হাসপাতাল লাশে ভরে গিয়েছে।' 

বাংলায় চাকরি পাওয়ার জন্য শাসক দলকে টাকা দিতে হয় বলে মন্তব্য করেন রাহুল (Rahul Gandhi)। পাশ থেকে দীপা দাশমুন্সি ধরিয়ে দিলেন, 'কাটমানি'। তৃণমূলের 'খেলা হবে' স্লোগানকে বিঁধেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর কথায়,'নির্বাচনের সময় বলছেন খেলা হবে। কী খেলা? আগে বলুন, এখানে রাস্তা নির্মাণ করবে কে? খেলা তো রাস্তায় হবে। এখানে কলেজ, বিশ্ববিদ্যালয় কে তৈরি করবে? খেলা তো ময়দানে হবে। সেটা তো আপনি করছেন না। খালি নাটক চলছে।'

আরও পড়ুন- Kerala Election 2021: কই সিপিএমমুক্ত ভারতের কথা তো বলেন না Modi? রাম-বাম আঁতাঁতের ইঙ্গিত Rahul-র

.