Weather Update: রাজ্যে কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টির পরিমাণও কমবে আগামী পাঁচ দিনে। উত্তরবঙ্গে দিনের বেলায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অয়ন ঘোষাল: ওড়িশার দক্ষিণ উপকূলে সুস্পষ্ট রয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। এছাড়াও গোটা রাজ্য জুড়ে বৃষ্টি কমবে। নিম্নচাপের বহমান মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু'এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি হবে মহানগরে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে ৮.৬ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।
আরও পড়ুন: দাসপুরে উদ্ধার ১০৭ বছরের বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ, চাঞ্চল্য এলাকায়
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টির পরিমাণও কমবে আগামী পাঁচ দিনে। উত্তরবঙ্গে দিনের বেলায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যে। ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।