দাসপুরে উদ্ধার ১০৭ বছরের বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ, চাঞ্চল্য এলাকায়
ভাইদের মধ্যে সম্পত্তি বিষয়ে বিবাদ ছিল বলে সূত্রের খবর। ওই বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হতে পারে বলে অনুমান অনেকের। তবে ঘটনাস্থলে পুলিস পৌঁছে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
চম্পক দত্ত: দাসপুরে বৃদ্ধর পা বাঁধা অবস্থায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। বৃদ্ধর মৃত্যুকে ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য।
দাসপুর থানার রানীচকে বৃদ্ধের হাত পা বাঁধা অবস্থায় অগ্নিদদ্ধ দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃদ্ধের নাম নন্দ মন্ডল। তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর।
বাড়ি থেকে কিছুটা দুরে জনবহুল জায়গায় একটি ছাউনিতে তাকে বৃহস্পতিবার হাত পা বাঁধা অবস্থায় অগ্নিদ্ধগ্ধ অবস্থায় দেখা যায়। পাশে একটি কাগজে লেখা ছিল হুমকি নোট। একই সঙ্গে নেশার সামগ্রীও মিলেছে বলে জানা যায়। পাশে একটি হুইল চেয়ারও পড়ে থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Accident: সম্প্রীতি উড়ালপুলে বাইক রেসিং, দুর্ঘটনায় গুরুতর আহত ২
প্রাথমিক ভাবে এটিকে খুন বলেই মনে করছেন অনেকে। জানা যায় ওই বৃদ্ধের বাড়ি রাণীচকেই। বাড়ি থেকে কিছুটা দুরেই তার অগ্নিদ্বগ্ধ দেহ মিলেছে। ওই বৃদ্ধের চার ছেলে। ছোট ছেলে প্রেম চাঁদ এর কাছে তিনি থাকতেন। প্রেম চাঁদ চেন্নাইতে কাজ করে। তিনি বাবার যত্ন করতেন বলেই এই বয়সেও হাঁটা চলা,তাসখেলা করতেন বলে জানানো হয়েছে।
ভাইদের মধ্যে সম্পত্তি বিষয়ে বিবাদ ছিল বলে সূত্রের খবর। ওই বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হতে পারে বলে অনুমান অনেকের। তবে ঘটনাস্থলে পুলিস পৌঁছে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।