মেঘবৃষ্টির খেলা চলবে, ওয়েটিং লিস্টে শীত!
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রের খবর, শীতের দেখা পেতে এখনও অপেক্ষা করতে হবে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত। চোরাস্রোতে শীত বাংলায় ঢোকার চেষ্টা করলেও বাধ সেধেছে ঘূর্ণাবর্ত। বিগত দু'দিনের আবহাওয়ায় যাদের মনে এবং শরীরে ঈষৎ শীতের দোলা লেগেছিল এবং যারা ভেবেছিলেন শীত এসে গিয়েছে তাদের জন্য 'ওয়েটিং লিস্ট' ঝুলিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা মনে করছেন, বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যে আরও দু একটা দিন বৃষ্টির চোখরাঙানি দেখতে পারে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন- কুয়াশা ঢাকল রাজ্য, কবে আসছে শীত?
বিগত দু'দিন সকালের আকাশ ঢেকেছিল ঘন সাদা কুয়াশায়। আজ সোমবার সেই ছবিটা হঠাৎ উধাও। হিমশীতল যে বাতাস বিগত ৪৮ ঘণ্টায় শীতের আমেজ দিয়েছিল, সেটাও আজ খানিক ম্লান। হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। যার ফলে অক্টোবরের শেষেও পশ্চিমবঙ্গের আকাশে জমছে মেঘ। আর এই কারণেই আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে দু এক পসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।
আরও পড়ুন- গোরক্ষায় কলকাতায় 'কাউফি'