অবশেষে উঁকি দিলেন সূয্যিমামা, দেখে নিন ফের কবে হতে পারে বৃষ্টি
রেডার বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ওড়িশা হয়ে ছত্তিসগড়ে প্রবেশ করেছে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কোনও খবরও নেই। যার ফলে বুধবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় উঁকি দিয়েছে সূয্যিমামা। নামতে শুরু করেছে জমা জল
নিজস্ব প্রতিবেদন: বাংলার আকাশ থেকে আপাতত কাটল দুর্যোগ। নিম্নচাপ সরেছে ছত্তিসগড়ে। তার ফলে কমবে বৃষ্টিপাতের পরিমান। সপ্তাহান্তে ফুরফুরে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা।
গত ১ সপ্তাহে জোড়়া নিম্নচাপের জেরে বর্ষণে ভেসেছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে জেলা টানা বর্ষণে প্লাবিত হয়েছে এই এলাকা। বাঁকুড়া শহরে একদিনেই বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটারের বেশি। তার জেরে ত্রাহি রব শহর ও লাগোয়া এলাকায়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দুর্যোগ আপাতত কেটেছে।
রেডার বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ওড়িশা হয়ে ছত্তিসগড়ে প্রবেশ করেছে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কোনও খবরও নেই। যার ফলে বুধবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় উঁকি দিয়েছে সূয্যিমামা। নামতে শুরু করেছে জমা জল।
কোন জিনিসে মিলবে কত ছাড়? Freedom Sale-এর আগে জানিয়ে দিল Flipkart
পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে বৃষ্টির বাড়বাড়ন্তের আর তেমন সম্ভাবনা নেই। বদলে বাড়তে পারে দিনের তাপমাত্রা। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনাও রয়েছে।