Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা, মেধাতালিকায় শীর্ষে মালদা, ফাঁকা ঝুলি কলকাতার

Madhyamik 2023 result: এবার মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী দেবদত্তা মাঝি ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। 

Updated By: May 19, 2023, 12:20 PM IST
Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা, মেধাতালিকায় শীর্ষে মালদা, ফাঁকা ঝুলি কলকাতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ফলপ্রকাশ হতেই দেখা গেল, মেধাতালিকা জুড়ে শুধুই জেলার জয়জয়কার। মেধাতালিকায় ২১ জন-ই মালদা জেলা থেকে। ওদিকে কলকাতা থেকে এবার কেউ স্থান পায়নি মেধাতালিকায়। পাসের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে কালিম্পং, তিন নম্বরে কলকাতা। আর পাসের হারের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

এবার মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। এবার মাধ্য়মিকে প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী দেবদত্তা মাঝি ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ শতাংশ নম্বর। একইসঙ্গে প্রতিবারের মত এবারও ভালো ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবার মেধাতালিকায় মোট ১২ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

এবার ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এই বছর মোট পরীক্ষার্থী ছয় লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। গত বছর পরীক্ষা দিয়েছিলেন ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। আগামী বছর মাধ্যমিক পরিক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি।

একনজরে দেখে নেওয়া যাক কীভাবে কোথায় দেখা যাবে রেজাল্ট:
# প্রথমেই সার্জ ইঞ্জিনে গিয়ে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এ ক্লিক করতে হবে।
# এরপর West Bengal Board of Secondary Exam. Results - 2023 লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
# ওই লিঙ্কে ক্লিক করলে Madhyamik Pariksha (SE) Results- Year 2023 পাওয়া যাবে।   
# Madhyamik Pariksha (SE) Results- Year 2023 এই উইন্ডোর নীচেই পরীক্ষার্থী রোল নম্বর এবং জন্মতারিখ লেখার জায়গা। সেখানেই এই দুই তথ্য দিতে হবে।
# এরপর Submit -এ ক্লিক করলেই চোখের সামনে মাধ্যমিকের ফল।
# বিষয় ভিত্তিক নম্বর, মোট নম্বর ও গ্রেডেশন সব চলে আসবে।

আরও পড়ুন, Weather: চলবে দুর্যোগ, ৭ জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.