WB assembly election 2021: জলপাইগুড়িতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন বিজেপি'তে

বিজেপি প্রার্থী মহেশ বাগে বলেন, যেখানেই যাচ্ছি, ভাল সাড়া পাচ্ছি।

Updated By: Apr 3, 2021, 02:56 PM IST
WB assembly election 2021: জলপাইগুড়িতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন বিজেপি'তে

নিজস্ব প্রতিবেদন: চলছে জোর প্রচার। এবার ক্রান্তি ব্লকে ভোটপ্রচার সারল মালবাজার বিজেপি। 

মাল ব্লকের পরে এবার ক্রান্তি ব্লকে ভোট প্রচার করলেন মালবাজার বিধানসভার (Malbazar assembly) বিজেপি প্রার্থী মহেশ বাগে (mahesh bage)। সঙ্গে ছিলেন 'ভারতীয় টি ইউনিয়ন ওয়ার্কার' (BTWU)-এর প্রেসিডেন্ট অনিল ওঁরাও, বিজেপির মাল পশ্চিম মণ্ডলের প্রেসিডেন্ট বিপ্লব দাস, বিজেপির সংখ্যা লঘু মোর্চার রাজ্যের সদস্য আবু কালাম আজাদ-সহ অন্যান্য নেতানেত্রীরা।

এদিন ক্রান্তি ব্লকের চ্যাংমারি, ক্রান্তি, মৌলানি, রাজাডাঙা এলাকায় ভোট প্রচার করেন মহেশ বাগে। এই সব এলাকায় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ (muslim community) এদিন মহেশকে মালা এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পাশাপাশি বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ এদিন বিজেপিতে যোগদানও করেন বলে বিজেপি নেতৃত্বের দাবি।

আরও পড়ুন: WB assembly election 2021: ভোট আসে, ভোট যায়; কিন্তু হাল ফেরে না বেহাল সেতুর

এদিন মহেশ বাগে বলেন, যেখানেই যাচ্ছি, ভাল সাড়া পাচ্ছি। এর উপর এদিন মুসলিম ভাইরা আমার সঙ্গে প্রচারে বের হয়েছেন। বহু মুসলিম ভাই বিজেপি'তে (bjp) যোগদান করেছেন। অন্য রাজনৈতিক দলগুলি যত বিজেপি'র নামে মিথ্যে প্রচার করুক, মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে পেরেছেন বিজেপি'ই মানুষের উন্নয়ন ঘটাতে পারে। তাই সব সম্প্রদায়ের মানুষই এখন বিজেপি'কে সমর্থন করছেন। 

আরও পড়ুন: WB Assembly Election 2021 LIVE: কোনও হিন্দু-মুসলিম নিজেরা গন্ডগোল করবেন না, আমরা এক: মমতা

.