WB Assembly Election 2021: এতদিন ল্যাম্পপোস্ট ছিলাম; এবার মোদীর নেতৃত্ব আসল কাজটা করব, Nandigram-এ সরব Suvendu

শুভেন্দুর দাবি, আমরা আপনার রিপোর্ট কার্ড দেখতে চাই। গত দশ বছরে চাকরি নেই। শিল্প নেই। 

Updated By: Mar 25, 2021, 04:48 PM IST
WB Assembly Election 2021: এতদিন ল্যাম্পপোস্ট ছিলাম; এবার মোদীর নেতৃত্ব আসল কাজটা করব, Nandigram-এ সরব Suvendu

নিজস্ব প্রতিবেদন: এবার বিধানসভা নির্বাচনের হটসিট নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র ভাষায় নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এমনকি মমতার বিরুদ্ধে হিন্দুধর্মকে কলঙ্কিত করার অভিযোগও করলেন শিশিরপুত্র।

আরও পড়ুন-প্রথম দফার ভোটের ২ দিন আগে ৪ পুলিস কর্তা সহ জেলাশাসক বদলি কমিশনের

নন্দীগ্রামের তেখালি বাজারের সভায় শুভেন্দু(Suvendu Adhikari) বলেন, পুলওয়ামায় আমাদের আধাসেনার উপরে হামলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আমাদের সেনারা পাকিস্তানে  ঢুকে বোমা ফেলে এসেছিল। আর নবান্নে দাঁড়িয়ে মাননীয়া বলেছিলেন, পাকিস্তানে বোমা ফেলার প্রমাণ কোথায়। একজন মুখ্যমন্ত্রী দেশের ৪টি রাজধানী চান। আমরা বলি কাশ্মীর থেকে কন্যাকুমারী এক থাক। আর উনি বলছেন ভারতকে ভেঙে ফেল।  একে সমর্থন করবেন? কোনও ভারতীয় এটা সমর্থন করতে পারেন না। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চণ্ডীপাঠ ও দেব দেবীদের নিয়ে কথা বলার প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু।  তিনি বলেন, প্রতিটি জনসভায় মমতা বলছেন বিষ্ণু মাতা। আপনাকে কে অধিকার দিয়েছে ভগবানের লিঙ্গ পরিবর্তন করার? আপনি দেবতাকে দেবী বানিয়ে দিচ্ছেন? আপনি সনাতন হিন্দু ধর্মকে অপমান করতে পারেন না। আপনি সরস্বতী মন্ত্র ভুল বলছেন কী করে? আপনি ভুল চণ্ডীপাঠ করছেন। কই আপনি তো কলমা-টা ভুল পড়েন না? কিন্তু হিন্দুদের মন্ত্র ভুল পড়েন।

আরও পড়ুন-'সংখ্যালঘুর ভোট ভাগ করতে টাকা দিয়ে নতুন দল এনেছে BJP', নাম না করেই ISF-কে তোপ মমতার

শুভেন্দুর দাবি, আমরা আপনার রিপোর্ট কার্ড দেখতে চাই। গত দশ বছরে চাকরি নেই। শিল্প নেই। ভারতের ১০ কোটি লোক পিএম কিষাণ পেল। আর বাংলার কৃষকদের আপনি পিএম কিষাণ দিলেন না। ১০ কোটি ৭৪ লাখ লোক আয়ূষ্মান ভারত পেল। আপনি এখানে তা চালু করলেন না। এবার আপনাকে যেতে হবে। সোনার বাংলা হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। যোগীজি যা চান, নন্দীগ্রাম-বাংলা তাই করবে। এতদিন আমি ল্যাম্পপোস্ট ছিলাম। এবার মোদীজির নেতৃত্বে আসল কাজটা বাংলার জন্য করব।

.