WB Assembly Election 2021: প্রার্থী না-পসন্দ, ডায়মন্ড হারবারে পার্টি অফিস ভাঙচুর BJP কর্মী-সমর্থকদের
বিক্ষোভ উলুবেড়িয়াতেও।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ হতেই এবার বিক্ষোভ ডায়মন্ডহারবারে। তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে 'মানছি না, মানব না' স্লোগান তুলে পথে নামলেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। পার্টি অফিসে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। একই ছবি হাওড়ার উলুবেড়িয়ায়ও।
সিঙ্গুরে টিকিট পেয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উত্তরপাড়া থেকে লড়ছেন প্রবীর ঘোষাল। আগেরবার তৃণমূল প্রার্থী হিসেবে জিতেছিলেন, এমন অনেকেই এবার জায়গায় পেয়েছেন বিজেপি প্রার্থীতালিকায়। দলবদলের পর ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক দীপক হালদার। তাতেই ক্ষুদ্ধ দলের যুব মোর্চার কর্মী-সমর্থকদের একাংশ। এদিন প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ডায়মন্ডহারবার বিধানসভা এলাকায় বিজেপির কার্যালয়ে রীতিমতো ভাঙচুর চালানো হয়। আগুন জ্বালিয়ে দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ চলে রাস্তায়। স্লোগান ওঠে 'দীপক হালদারকে মানছি না, মানব না'। ডায়মন্ড হারবার কেন্দ্রে দলের সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবাংশু পন্ডা-কে প্রার্থী করার দাবি তুলেছেন বিক্ষুদ্ধ বিজেপি-কর্মী সমর্থকরা।
হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে এবার মোহিত ঘাঁটি-কে প্রার্থী করেছে বিজেপি। দলের সিদ্ধান্তে ক্ষুদ্ধ স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ। ক্ষোভ এতটাই যে, উলুবেড়িয়ায় মনতলা এলাকায় পাটি অফিসে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া চেষ্টা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, কয়েক মাসে আগেই বিজেপিতে যোগ দিয়েছেন মোহিত ঘাঁটি। তারজেরেই এই বিক্ষোভ। যদিও এই ঘটনায় মুখ কুলুপ এঁটেছেন গেরুয়াশিবিরের স্থানীয় নেতৃত্ব।