BSF-র আউটপোস্টের কাছেই লুকিয়ে ছিল কুখ্যাত অপরাধী, যৌথ অভিযানে ধরল সীমান্তরক্ষী বাহিনী ও NIA

জেরায় জানা গিয়েছে সরিফুলের বাড়ি বৈষ্ণবনগরের(Baishnabnagar) বাবুপুরায়

Updated By: Jun 21, 2021, 06:58 PM IST
BSF-র আউটপোস্টের কাছেই লুকিয়ে ছিল কুখ্যাত অপরাধী, যৌথ অভিযানে ধরল সীমান্তরক্ষী বাহিনী ও NIA

নিজস্ব প্রতিবেদন: এনআইএর-র তালিকায় ছিল এই ওয়ান্টেড ক্রিমিন্যাল। খবর ছিল সীমান্তরক্ষী বাহিনীর কাছেও। শেষপর্যন্ত বিএসএফ ও এনআইএ-র যৌথ অভিযানে ধরা পড়ল অপরাধী।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে জাল বিছিয়েছে ধর্মান্তরণ ব়্যাকেট, ATS-এর হাতে গ্রেফতার ২

রবিবার সরিফুল ইসলাম নামে ওই অপরাধীকে ধরা হয় মালদহের দৌলতপুর সীমান্ত থেকে। সরিফুলকে ধরতে দৌলতপুর পৌঁছে যায় এনআইএর(NIA) একটি টিম। বিএসএফের সঙ্গে মিল তৈরি হয় পরিকল্পনাও। মজার বিষয় হল দৌলতপুরে বিএএফের আউটপোস্টের কাছেই একটি বাড়িতে লুকিয়ে ছিল সে। বাড়িটি ছিল আউটপোস্ট থেকে পাঁচশো মিটার দূরে। সেখানেই হানা দিয়ে আটক করা হয় সরিফুলকে।

আরও পড়ুন-Kaliachak Murder: প্লাইউড দিয়ে তৈরি করা হয় কফিন, তাতে জল ঢেলেই ৪ জনকে শ্বাসরোধ!  

জেরায় জানা গিয়েছে সরিফুলের বাড়ি বৈষ্ণবনগরের(Baishnabnagar) বাবুপুরায়। জাল টাকা-সহ অন্যান্য জিনিস চোরাচালান করতো সরিফুল। বহুদিন ধরেই সরিফুলকে খুঁজছিল পুলিস। ধৃতকে বৈষ্ণবনগর থানায় এনে জেরা করছে এনআইএ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.