Visva Bharati: অন্যদিকে মোড় নিল বিশ্বভারতীর আন্দোলন, এবার অনশনে এক ছাত্রী ও অধ্যাপক
রবিবার দুপুর থেকে অনশন শুরু করেছেন ছাত্রী রুপা চক্রবর্তী ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদন: শিক্ষক দিবসে অন্যদিকে মোড় নিল বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলোন। দাবি আদায়ের লক্ষ্যে এবার অনশনে বসলেন এক ছাত্রী ও অধ্যাপক।
বিশ্বভারতীর ৩ পড়ুয়া ও কয়েকজন অধ্যাপকের বরখাস্তের নির্দেশ প্রত্য়াহারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে পড়ুয়ারা। উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর ঘরের গেটে একপ্রকার তাঁবু খাটিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এবার তাতে নতুন মাত্রা যোগ করল অনশন।
আরও পড়ুন- Congress: সামশেরগঞ্জে বিপাকে কংগ্রেস, লড়াই থেকে সরলেন প্রার্থী জৈদুর
রবিবার দুপুর থেকে অনশন শুরু করেছেন ছাত্রী রুপা চক্রবর্তী ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
অনশনকারী ছাত্রী রুপা চক্রবর্তী বলেন, গত ২৭ অগাস্ট থেকে আন্দোলন করছি। এখনওপর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও সদার্থক ভূমকা চোখে পড়েনি। এমনকি উপাচার্য আলোচনায় না গিয়ে আদালতে গিয়েছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হল। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা থামব না।
আরও পড়ুন- রণক্ষেত্রে Panjshir! ৬০০ Taliban-কে মারল Northern Alliance, হাজারেরও বেশি আত্মসমর্পণ
অন্যদিকে, অনশনরত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, বিশ্বভারতীজুড়ে উপাচার্য একের পর এক মিথ্যাচার করে চলেছেন। কখনও তালাবন্ধ করে আবার কখনো বেতন বন্ধ করে ছাত্রদের উপর দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আমি অভিযোগ করার জন্য সাসপেন্ড হয়েছি। এই অন্যায় মেনে নেওয়া যায় না। সেই কারণে আমিও ছাত্রীদের অনশনে অংশগ্রহণ করেছি। আর আগামী দিনে আমাদের দাবি-দাওয়া না মানা পর্যন্ত এ আন্দোলন জারি থাকবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)