Visva Bharati: ছাত্র আন্দোলনের জের, ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বিশ্বভারতী

এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কথা বলতে চাননি

Updated By: Aug 30, 2021, 03:09 PM IST
Visva Bharati: ছাত্র আন্দোলনের জের, ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বিশ্বভারতী

নিজস্ব প্রতিবেদন: পড়ুয়াদের আন্দোলনের জেরে কড়া পদক্ষেপ নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া। নোটিস দিয়ে এমনটাই জানিয়ে দিল বিশ্বভারতী।

আরও পড়ুন-Afghanistan: মান্যতা না দিলে ফের ৯/১১ হবে! Taliban নিয়ে পাকিস্তানের কড়া হুমকি

উল্লেখ্য, তিন পড়ুয়ার বরখাস্তের প্রতিবাদে ২৭ অগাস্ট থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। শুক্রবার রাত থেকেই উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। আজ সেই বিক্ষোভকে ঘিতে প্রবল উত্তেজনা তৈরি হয় উপাচার্যের বাসভবনের সামনে। বাসভবনের গেটে পড়ুয়ারা ব্যানার টাঙাতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, হাতাহাতি বেধে যায়।

পড়ুয়াদের বিক্ষোভের জেরে কয়েকদিন ধরেই বাসভবন থেকে বের হতে পারেছেন না উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী। এবার সেই কারণ দেখিয়েই ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও যে নোটিস দেওয়া হয়েছে তার নীচে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও সাক্ষর নেই। ফলে ওই নোটিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-Tokyo Paralympics 2020: অনন্য কৃতিত্বে দেশের সোনালী ইতিহাসে থাকবেন Avani Lekhara 

এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কথা বলতে চাননি। যদিও পড়ুয়াদের দাবি, অনলাইনে ভর্তি প্রক্রিয়া চললে এর সঙ্গে ছাত্র আন্দোলনের কী সম্পর্ক। শুধুমাত্র আন্দোলনকে স্থগিত করতেই কি এই চক্রান্ত কর্তৃপক্ষের?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.