'আমার কাছেও BJP-তে যাওয়ার অনেক অফার, তৃণমূলের ক্ষতি করছে TMC-র লোকেরাই', বিস্ফোরক উদয়ন (Udayan)
"মমতা বন্দ্য়োপাধ্যায় যদি বিজেপিতে যান, তবেই আমি বিজেপিতে যাব।"
নিজস্ব প্রতিবেদন : ফের বিস্ফোরক উদয়ন গুহ (Udayan Guha)। দলীয় সভায় প্রকাশ্যে বললেন, তাঁর কাছে বিজেপিতে (BJP) যাওয়ার অনেক অফার আছে। শুধু তাই নয়, দলীয় সভা থেকে তিনি আরও দাবি করলেন, তৃণমূলের (TMC) ক্ষতি করছে তৃণমূলের লোকেরাই। তিনি কয়েকদিন কলকাতায় থাকায় বিজেপিতে যাওয়ার যে হাওয়া উঠেছে, তার পিছনেও তৃণমূলের নেতা-কর্মীরা রয়েছে বলে এদিন তোপ দাগেন উদয়ন গুহ। তাঁর সাফ কথা, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamamta Banerjee) যদি বিজেপিতে যান, তবেই একমাত্র তিনি বিজেপিতে যাবেন।"
উদয়ন গুহ এদিন বলেন, "দল ছেড়ে যে-ই যাক না কেন, যেখানেই যাক না কেন, কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবেন কারা? আমাদের দলের মধ্যে আছেন যাঁরা। এই মিটিংয়ে কারা কারা আসেননি, তা লক্ষ্য করা হোক। আমি বলব, কারও বাঁহাতে ভোট আমার লাগবে না। খাওয়ার সময় ডান হাতে, আর ভোট দেওয়ার সময় বাঁ হাতে? আমাকে দল প্রার্থী করলে, আমি ডান হাতের ভোটেই জিতবার চেষ্টা করব। বাঁহাতের ভোটের আমার প্রয়োজন নেই। দিনহাটার ১৫ জনের কমিটির মধ্য়ে আজ ১০ জন এসেছেন। বাকিরা কেউ আজকের মিটিংয়ে আসনেনি। তাঁরা ডান হাত তো দূরের কথা, বাঁহাতেও ভোট দেবেন না।"
এরপরই অনুপস্থিত নেতাদের উদ্দেশে উদয়ন গুহকে (Udayan Guha) হুঁশিয়ারি দিতে শোনা যায়। তিনি বলেন, "তলে তলে গর্ত খোঁড়ার চেষ্টা করবেন, পিঠের চামড়া উদয়ন গুহর আগে আপনার যাবে।" তোপ দাগেন, "গত ১০ দিন কলকাতায় ছিলাম, এখানে রটানো হয়েছে যে উদয়ন গুহ BJP-তে যেতে পারে। এমনও হতে পারে যে উদয়ন গুহ টিকিট পাবে না, তাঁকে কোচবিহার দক্ষিণে দিতে পারে, তাই ধরাধরি করতে গিয়েছে, টাকাপয়সা দিতে গিয়েছে, যাতে দিনহাটায় পেতে পারে। পুরসভার প্রশাসক পদ চলে যাবে, তাই ধরে রাখার জন্য টাকাপয়সা দিতে গিয়েছে। এসব কারা বলছে, বিজেপি বলেনি। বলছেন তৃণমূলের নেতা কর্মীরা।"
'আমার কাছেও BJP-তে যাওয়ার অনেক অফার, তৃণমূলের ক্ষতি করছে TMC-র লোকেরাই', বিস্ফোরক উদয়ন@AITCofficial @UdayanGuha1 @BJP4Bengal pic.twitter.com/T8yfNYv8Bc
— zee24ghanta (@Zee24Ghanta) December 6, 2020
দিনহাটার বিধায়কের সাফ কথা, "বিজেপির থেকেও আমার কাছে অনেক প্রস্তাব এসেছে। কিন্তু আমি যাব না। কারণ আমি তৃণমূলের আদর্শ দেখে তৃণমূল করতে আসিনি। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে তৃণমূল কংগ্রেস করতে এসেছি। তাই মমতা বন্দ্য়োপাধ্যায় যদি বিজেপিতে যান, তবেই আমি বিজেপিতে যাব। মমতা বন্দ্য়োপাধ্যায় তৃণমূলে থাকলে, আমি বিজেপিতে যাব না। তাই এসব বলে হাওয়া গরম করে কোনও লাভ নেই।"
আরও পড়ুন,
মেদিনীপুর ছয়লাপ মুখ্যমন্ত্রীর পোস্টারে, সভায় অধিকারী পরিবারের না থাকার সম্ভাবনা
কার্বাইডের থেকে গাছ পাকা আমই ভাল : দিলীপ, কিছু পচা আম ঝরে পড়ছে : ফিরহাদ