টাইগার ইজ ব্যাক! ৯ বছর পর নিজের গড় গড়বেতায় ফিরলেন সুশান্ত ঘোষ (Susanta Ghosh)

 "ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে ভালোই লাগছে।" Zee ২৪ ঘণ্টাকে বললেন সুশান্ত ঘোষ।

Updated By: Dec 6, 2020, 04:37 PM IST
টাইগার ইজ ব্যাক! ৯ বছর পর নিজের গড় গড়বেতায় ফিরলেন সুশান্ত ঘোষ (Susanta Ghosh)

নিজস্ব প্রতিবেদন : কর্মী, সমর্থকদের প্রবল উচ্ছ্বাস, উদ্দীপনার মধ্যে দিয়ে নিজের গড় গড়বেতায় পা রাখলেন সিপিআইএম (CPIM) নেতা সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। দীর্ঘ ৯ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরলেন। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে অবশেষে নিজের গড়ে ফিরলেন সুশান্ত ঘোষ। এদিন ঘরের ছেলেকে ঘরে ফেরাতে সঙ্গী হলেন সুজন চক্রবর্তী। 

শালবনিতে দাঁড়িয়ে এদিন সুজন চক্রবর্তী দাবি করেন, ঘরের ছেলেকে ঘর থেকে উৎখাত করতে চেয়েছিল যাঁরা, তাদেরই উৎখাত হতে হবে। সুশান্ত ঘোষকে জোর করে চক্রান্ত করে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। নিজের এলাকা, নিজের গড় গড়বেতায় ফেরার আগে শালবনিতে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ  Zee ২৪ ঘণ্টাকে আরও বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে ভালোই লাগছে।" 

আজ সুশান্ত ঘোষের ঘরে ফেরা উপলক্ষে কর্মী, সমর্থকদের মধ্যে উত্সাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। লাল পতাকায় ছয়লাপ চারদিক। গড়বেতায় সুশান্ত ঘোষের ফেরা নিশ্চিত হতেই স্লোগান উঠেছিল, 'দ্যা টাইগার ইজ ব্যাক।' এদিন লাল পতাকায় মোড়া রাস্তাঘাট কার্যত সেই গর্জনকেই প্রতিধ্বনিত হতে দেখল। দীর্ঘ ৯ বছর পর নিজের গড় গড়বেতায় ফিরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সোমবারই আলিমুদ্দিনের পার্টি অফিস থেকে বের হওয়ার সময় তিনি বলেছিলেন, কঙ্কাল কোথায় কীভাবে এল তার সবই জানতে পারবেন রাজ্যবাসী।

প্রসঙ্গত, কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি। নিজের কেন্দ্র গড়বেতাতেও যেতে পারেননি। সুপ্রিমকোর্টে গিয়ে স্বস্তি মিলেছে। সেই নিষেধাজ্ঞা উঠেছে। গড়বেতায় ফেরা নিশ্চিত হতেই সুশাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ফের লাল পতাকা হাতেই মাঠে নামবেন। দল যা নির্দেশ দেবে, তা পালন করবেন। অন্যদিকে সুশান্ত ঘোষের 'ঘরে ফেরা' উপলক্ষে এদিন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ফিরে আসুন। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। নতুন করে উন্নয়নের রাজনীতি করুন।"

আরও পড়ুন, 

চালুনি আবার ছুঁচের বিচার করে : অরূপ (Arup), গ্যাস খাবেন না বলেই মনে করি : ফিরহাদ (Firhad)

ভোটের আগেই সরকার পড়ে যাবে, মুখ্যমন্ত্রী ভবানীপুরেও হারবেন : অর্জুন, পাল্টা জবাব নির্মলের

.