Ghatal: সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দমবন্ধ ২ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ২

পরিষ্কার করার জন্য ট্যাঙ্কের ভিতরে নেমেছিলেন তাঁরা। 

Updated By: Aug 14, 2021, 08:20 PM IST
Ghatal: সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দমবন্ধ ২ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ২

নিজস্ব প্রতিবেদন: নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ২ জন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে।

স্থানীয় সূত্রে খবর, দাসপুরের  রবিদাসপুর গ্রামে বাড়ি তৈরি করছেন সহদেব দাস নামে এক ব্য়ক্তি। নির্মীয়মাণ সেই বাড়িতেই মাস তিনেক আগে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি করেন তিনি। এদিন দুপুরে পরিষ্কার করার জন্য সেই ট্যাঙ্কে নামেন ২ শ্রমিক। বিষাক্ত গ্যাসের প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই দুই শ্রমিকের এবং শেষপর্যন্ত জ্ঞান হারান তাঁরা। 

আরও পড়ুন: Malda: নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্তকে গণধোলাই, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি স্থানীয়দের

এদিকে বেশি কিছুক্ষণ কেটে যাওয়ার পর যখন কেউ উপরে উঠে এলেন না, তখন আবার ওই সেপটিক ট্যাঙ্কের নামেন আরও ২ জন। একই পরিণতি হয় তাঁদেরও। এবার আসরে নামেন প্রতিবেশী যুবক অরূপ কাপার। কোমরে দড়ি বেঁধে বেশ খানিকটা নেমেছিলেন তিনি। কিন্তু, বিষাক্ত গ্যাসের কারণে সেপটিক ট্যাঙ্কের ভিতরে আর যেতে পারেননি। তবে ভিতরে চারজনকে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকারে ঘটনাস্থলে জড়ো হন আশেপাশে লোকজন। সেপটিক ট্যাঙ্কটি ফাটিয়ে চারজনকেই উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে, ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন গুরুতর অসুস্থ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.