বেলাগাম তোলাবাজি, চাঁদা না দেওয়ায় ট্রাকের খালাসির গায়ে আগুন

Updated By: Sep 6, 2017, 06:39 PM IST

ওয়েব ডেস্ক : দুর্গাপুরে বেলাগাম তোলাবাজি। চাঁদা না দেওয়ায় ট্রাকের খালাসির গায়ে আগুন ধরিয়ে দিল তোলাবাজরা। অভিযোগ, কোকওভেন থানা এলাকার গ্রাফাইট কারখানার সামনে রোজই চাঁদার জুলুম চলে। বুধবারও কয়েকজন চাঁদার দাবিতে ট্রাক চালকদের পথ আটকায়। বিপুল অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করেন ট্রাকচালক। তখনই তাঁকে মারধর শুরু করে ওই যুবকরা।

চালককে বাঁচাতে ট্রাকের খালাসি এগিয়ে এলে, তার গায়ে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর হাত এবং পিঠ পুড়ে গিয়েছে। ঘটনার তদন্তে কোকওভেন থানা। অগ্নিদগ্ধ খালাসি ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন, ত্রিমুখী কৌশলে পাহাড় স্বাভাবিক করতে মরিয়া প্রশাসন

.