তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে বোমাবাজি বর্ধমানে
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা কাঞ্চন কাজি ও খন্দেকর মহম্মদ শহীদুল্লাহ্ এই দুই গোষ্ঠীর মধ্যেই ঝামেলা চলছিল দীর্ঘদিন। রবিবার হঠাৎই কিছু যুবক খন্দেকর পাড়া এলাকায় এসে বোমাবাজি করে, এরপর পালিয়ে যায় তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: দিনদুপুরে বোমাবাজিতে উত্তপ্ত বর্ধমান শহরের গোদা এলাকা। ভোট মিটে গেলেও রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। একের পর এক রাজনেতিক সংঘর্ষের খবর উঠে আসছে শিরোনামে। এবার তালিকায় বর্ধমান। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই দুই দলের গোষ্ঠীর সংঘর্ষে বারংবার উত্তেজনা ছড়িয়ে গোদা এলাকায়।
আরও পড়ুন: উত্তপ্ত খেজুরিতে চলল 'গুলি', অস্ত্র নিয়ে বিক্ষোভ বিজেপির, মাথা ফাটল সিভিক ভলান্টিয়ারের
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা কাঞ্চন কাজি ও খন্দেকর মহম্মদ শহীদুল্লাহ্ এই দুই গোষ্ঠীর মধ্যেই ঝামেলা চলছিল দীর্ঘদিন। রবিবার হঠাৎই কিছু যুবক খন্দেকর পাড়া এলাকায় এসে বোমাবাজি করে, এরপর পালিয়ে যায় তাঁরা। খবর পেয়ে এলাকায় নামান হয় বিশাল পুলিস বাহিনী। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। কারা এই কাজ করেছে তার খোঁজ চালাচ্ছে পুলিস।