কোচবিহারে একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

কোচবিহারে একাধিক জায়গায় লাগাতার তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথাভাঙার পখীহাগায় সংঘর্ষে জখম হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন। সূত্রের খবর, বিজেপির মিটিং চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। শুধু সেখানেই নয়, বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ হয় কোচবিহারের দিনহাটাতেও। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Apr 10, 2017, 02:53 PM IST
কোচবিহারে একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ওয়েব ডেস্ক: কোচবিহারে একাধিক জায়গায় লাগাতার তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথাভাঙার পখীহাগায় সংঘর্ষে জখম হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন। সূত্রের খবর, বিজেপির মিটিং চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। শুধু সেখানেই নয়, বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ হয় কোচবিহারের দিনহাটাতেও। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন ২৪ ঘণ্টার খবরের জের, রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস

তারপর থেকেই এলাকা থমথমে। দুপক্ষই অভিযোগ জানিয়েছে মাথাভাঙা থানায়। রামনবমীর পর থেকেই বিজেপি নতুন করে  সংগঠন বাড়ানোর কাজে জোর দিয়েছে এই এলাকায়। গ্রামে ক্ষমতা দখলের লড়াইকে ঘিরে উত্তপ্ত হচ্ছে কোচবিহারের বেশকিছু এলাকা।

আরও পড়ুন  কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনেই বিবাদে জড়াল বিজেপির স্থানীয় দুই নেতার গোষ্ঠী

.