ট্রেনের যাত্রীদের মধ্যে বচসা গড়াল রাজনৈতিক সংঘর্ষে
ট্রেনের যাত্রীদের মধ্যে বচসা গড়াল রাজনৈতিক সংঘর্ষে। গন্ডগোলে জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সোনারপুর থানার সুভাষগ্রাম স্টেশন চত্ত্বর।
Updated By: May 21, 2017, 10:32 AM IST
ওয়েব ডেস্ক : ট্রেনের যাত্রীদের মধ্যে বচসা গড়াল রাজনৈতিক সংঘর্ষে। গন্ডগোলে জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সোনারপুর থানার সুভাষগ্রাম স্টেশন চত্ত্বর।
বিজেপির অভিযোগ, তাদের দুই কর্মীকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় দলীয় অফিসেও। সোনারপুর থানায় বিক্ষোভ শুরু করে বিজেপি সমর্থকেরা। ভোর পর্যন্ত চলে বিক্ষোভ। পুলিসের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপি সমর্থকদের। তাদের অভিযোগ, লাঠিচার্জ করেছে পুলিস।
আরও পড়ুন, গোর্খাল্যান্ড ইস্যুকে হাতিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত মোর্চা প্রতিনিধি দলের