এটিএম জালিয়াতির ঘটনায় মুম্বই থেকে ধৃত ১
এটিএম জালিয়াতির ঘটনায় মুম্বই থেকে গ্রেফতার করা হল একজনকে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তর ২৪ পরগনার আমডাঙায় আনা হবে। চলতি বছরের এপ্রিলে আমডাঙার মীরআঁটির একটি এটিএম থেকে টাকা তুলতে যান অমিয় পাল।
Updated By: May 21, 2017, 10:24 AM IST
![এটিএম জালিয়াতির ঘটনায় মুম্বই থেকে ধৃত ১ এটিএম জালিয়াতির ঘটনায় মুম্বই থেকে ধৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/21/86050-f0qxuioihspwjp27s3bb.jpg)
ওয়েব ডেস্ক : এটিএম জালিয়াতির ঘটনায় মুম্বই থেকে গ্রেফতার করা হল একজনকে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তর ২৪ পরগনার আমডাঙায় আনা হবে। চলতি বছরের এপ্রিলে আমডাঙার মীরআঁটির একটি এটিএম থেকে টাকা তুলতে যান অমিয় পাল।
অভিযোগ, সেই সময় কৌশলে কার্ড পাল্টপাল্টি করে তাঁর অ্যাকাউন্ট থেকে ৭৮ হাজার টাকা হাতিয়ে নেয় দুই যুবক। ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন অমিয় পাল। পরে মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত অপর যুবকের খোঁজে তল্লাসি চলছে।
আরও পড়ুন, পটনায় অমৃতসর মেলের এসি কামরা থেকে খোওয়া গেল বাঙালি যাত্রীদের সর্বস্ব