কালনায় গুলি করে খুন তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান
পঞ্চায়েত প্রধান সুকুর আলি মাটিতে পড়ে গেলে তাঁকে বাঁশ দিয়ে পেটায় দুস্কৃতীরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় আনা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: কালনায় আক্রান্ত তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান ও দলেরই এক কর্মী।
শনিবার দুস্কৃতীদের গুলিতে মারা গেলেন তৃণমূল কর্মীকে। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শনিবার ঘটনাটি ঘটেছে কালনার সুলতানপুর এলাকায়। নিহত তৃণমূল কর্মীর নাম বাপন সেখ। অভিযোগ উঠেছে তৃণমূলেরই সাদেক সেখ গোষ্টীর ৫ জনের বিরুদ্ধে।
আরও পড়ুন-রাম নিয়ে রবিবার লঙ্কাকাণ্ড! মুখোমুখি বিজেপি-তৃণমূল
এদিকে গুলি লেগে পঞ্চায়েত প্রধান সুকুর আলি মাটিতে পড়ে গেলে তাঁকে বাঁশ দিয়ে পেটায় দুস্কৃতীরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় আনা হয়েছে। পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।