তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, সমর্থন করল ঘাসফুল শিবির

প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির মতো অভিযোগ উঠেছে বিজেপি শিবির থেকে

Updated By: Jul 9, 2021, 09:12 PM IST
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, সমর্থন করল ঘাসফুল শিবির

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। সেই প্রস্তাবে সমর্থন দিয়ে দিল পঞ্চায়েতের অন্যান্য তৃণমূল সসস্যরা। এমনই ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে। ফলে দলের ভেতরের ধাক্কায় সরতে হচ্ছে পঞ্চায়েত প্রধান শেফালী বর্মণকে।

আরও পড়ুন-পিএসি চেয়ারম্যান মুকুলই প্রথম নন, গত বিধানসভাতেও রীতিভাঙা মানস-চরিত

ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ছিল ১৪। সম্প্রতি ১ সদস্যের মৃত্য়ু হওয়ায় বর্তমানে পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৩। এদের মধ্যে প্রধানকে নিয়ে ৮ জন তৃণমূলের, ৫ জন বিজেপির। গত ২২ জুন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপি সদস্যরা। এনিয়ে হিলি বি়ডিও অফিসে চিঠি দেন বিরোধী নেতা মৃণাল সরকার ও পার্থ রায়।

প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির মতো অভিযোগ উঠেছে বিজেপি শিবির থেকে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির ৫ জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন৷  আজ সেই প্রস্তাবের উপরে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে বিজেপির আনা অনাস্থার পক্ষেই ভোট দেন প্রধান ছাড়া পঞ্চায়েতের সব তৃণমূল সদস্যরা। প্রধানকে সরিয়ে না দিয়ে কেন এরকম পদক্ষেপ নিল তৃণমূল শিবির তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সংঘাত মূলত প্রধানের সঙ্গে। তাই বিজেপি পাশে দাঁড়াল শাসকদল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন- মমতার ইচ্ছাকে মর্যাদা দিয়ে ক'দিন জেলে কাটিয়ে আসব, রক্ষী-মৃত্যু FIR নিয়ে Suvendu 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর বোর্ড গঠনের সময়ে বিজেপি শিবির থেকে এনে তপসিলি সদস্য শেফালীকে প্রধান করে তৃণমূল। এবার তার বিরুদ্ধেই ভোট দিল তৃণমূল। এদিকে, আজ তৃণমূলে যোগ দিলেন মৃণাল সরকার ও পার্থ রায়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.