ভোট মরশুমে অন্য ছবি, BJP প্রার্থীর গেরুয়া গালে সবুজ রং মাখালেন TMC নেত্রী
তৃণমূল-বিজেপি দুদলের কর্মীদেরও একসঙ্গে রং খেলতে দেখা গেল এদিন।
নিজস্ব প্রতিবেদন : রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়। জলপাইগুড়িতে বসন্ত উৎসবে একে অপরকে রং মাখালেন বিজেপি প্রার্থী ও তৃণমূল নেত্রী। আর তারপর দুজনেরই সাফ কথা, রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়।
এদিন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব হাইস্কুলের খেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে যোগ দেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। একইসঙ্গে যোগ দেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন তথা তৃণমূল নেত্রী পাপিয়া পাল। রাজনীতির ময়দানে দুজনেই একে অপরের প্রতিপক্ষ। কিন্তু দোলের রঙে যেন 'এক' হয়ে মিলে গেল গেরুয়া আর সবুজ রং। ভোটের মরশুমেই যুযুধান দুই দলের নেতৃত্বকে দেখা গেল নিজেদের রাজনৈতিক পরিচয় ভুলে রঙের উত্সবে মেতে ওঠে।
বিজেপি প্রার্থীর গেরুয়া গালে সবুজ আবির মাখিয়ে দিলেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক যুদ্ধ, লড়াই তখন অতীত! বর্তমান গেরুয়া-সবুজের সহাবস্থান... একে অপরকে দোলের শুভেচ্ছা জানান। রং মাখান। শুধু যে নেতৃত্বের মধ্যে এই সৌজন্যের নজির দেখা গিয়েছে, তা নয়, তৃণমূল-বিজেপি দুদলের কর্মীদেরও একসঙ্গে রং খেলতে দেখা গেল এদিন। নেতৃত্বকে অনুসরণ করে তাঁরাও বললেন, রাজনীতি থাকুক রাজনীতির জায়গাতেই।
আরও পড়ুন, 'এবারও ক্লিন বোল্ড হবেন শাহ', ২০১৫ থেকে পরিসংখ্যান ধরে হিসেব দিলেন ডেরেক
‘মুখ্যমন্ত্রীর জন্যও এতটা করি না, ঠাট্টা করছ!’ প্রচারে গিয়ে মেজাজ হারালেন Nusrat