তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূলেরই আরেক গোষ্ঠীর

জমি বিবাদ ঘিরে গোষ্ঠী কোন্দল। আর তারই জেরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। রাইহান শেখের মৃত্যুর ঘিরে উত্তপ্ত এলাকা। জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের নতুনহাটের ঘটনা।অভিযুক্ত সেলিম ও তার শাগরেদরা জয়নগরের MLA বিশ্বনাথ দাসের অনুগামী। রাইহান এলাকার প্রবীণ নেতা গৌর সরকারের অনুগামী বলে পরিচিত। বেশকিছুদিন ধরেই দুই গোষ্ঠীর নেতাদের মধ্যে গোলমাল ছিল। আজ সকালে জমি বিবাদ ঘিরে তা চরম আকার নেয়। অভিযোগ রাইহানকে কুপিয়ে খুন করে সেলিম ও তার সঙ্গীরা। তারপর এলাকায় উত্তেজনা ছড়ায়। রাইহান খুনের প্রতিবাদে বিক্ষোভ  দেখাতে থাকেন এলাকার মানুষ।  

Updated By: May 3, 2017, 04:55 PM IST
 তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূলেরই আরেক গোষ্ঠীর

ওয়েব ডেস্ক: জমি বিবাদ ঘিরে গোষ্ঠী কোন্দল। আর তারই জেরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। রাইহান শেখের মৃত্যুর ঘিরে উত্তপ্ত এলাকা। জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের নতুনহাটের ঘটনা।অভিযুক্ত সেলিম ও তার শাগরেদরা জয়নগরের MLA বিশ্বনাথ দাসের অনুগামী। রাইহান এলাকার প্রবীণ নেতা গৌর সরকারের অনুগামী বলে পরিচিত। বেশকিছুদিন ধরেই দুই গোষ্ঠীর নেতাদের মধ্যে গোলমাল ছিল। আজ সকালে জমি বিবাদ ঘিরে তা চরম আকার নেয়। অভিযোগ রাইহানকে কুপিয়ে খুন করে সেলিম ও তার সঙ্গীরা। তারপর এলাকায় উত্তেজনা ছড়ায়। রাইহান খুনের প্রতিবাদে বিক্ষোভ  দেখাতে থাকেন এলাকার মানুষ।  

.