৩ মাসের প্রসূতির পেটে লাথি, মাঝরাতে জানলা ভেঙে গৃহবধূকে খুনের চেষ্টা তৃণমূল নেতার!

 স্বামীকে না পেয়ে স্ত্রী মধুমিতা হালদারের পেটে লাথি মারেন তাঁরা।

Updated By: Aug 25, 2020, 12:36 PM IST
৩ মাসের প্রসূতির পেটে লাথি, মাঝরাতে জানলা ভেঙে গৃহবধূকে খুনের চেষ্টা তৃণমূল নেতার!
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : মধ্যরাতে ঘরের জানলা ভেঙে সদ্য প্রসূতির পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ৩ মাসের শিশুসন্তানকেও খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বাপি মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার রবীন্দ্রনগর গ্রামে। আক্রান্ত প্রসূতির নাম মধুমিতা হালদার। বয়স ২৬ বছর। 

অভিযোগ, সোমবার মধ্যরাতে ঘরের জানলা ভেঙে মধুমিতা হালদারের স্বামীকে খুন করতে আসেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। কিন্তু ঘরের মধ্যে স্বামীকে না পেয়ে স্ত্রী মধুমিতা হালদারের পেটে লাথি মারেন তাঁরা। ৩ মাস আগেই সিজার করে সন্তানের জন্ম দিয়েছেন মধুমিতা হালদার। লাথির আঘাতে পেটে গুরুতর চোট পান ওই গৃহবধূ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারের হাত থেকে রেহাই পাননি তিন মাসের শিশুসন্তানও। তাকেও খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা।

এরপরই আক্রান্ত গৃহবধূ মধুমিতা হালদার কোনওমতে সেখান থেকে শিশুসন্তানকে নিয়ে পালিয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে ছুটে আসেন। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা বাপি মণ্ডলের বিরুদ্ধে ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, একলাফে বাড়ল ১৫০ টাকা! আরও বাড়বে আলুর দাম, আশঙ্কাবাণী শোনালেন ব্যবসায়ীরা

.