বিজেপিতেই থাকছেন শোভন, জল্পনার মাঝেই আশ্বাস কর্মীদের
তবে এসবের মাঝেই পদ্মশিবির বলছে তৃণমূলে নয়, তাঁদের দলেই থাকছেন শোভন। অন্তত এমনটাই মনে করছেন দলীয় কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন: শেষমেশ কোন খাতে বইবে জল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছেই। তৃণমূল নাকি বিজেপি? শোভন কার এ নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনাও বিস্তর। তবে এসবের মাঝেই পদ্মশিবির বলছে তৃণমূলে নয়, তাঁদের দলেই থাকছেন শোভন। অন্তত এমনটাই মনে করছেন দলীয় কর্মীরা।
আরও পড়ুন: 'সিদ্ধান্ত শোভনের হাতে', রাতেই বাড়ি ছুটলেন অরবিন্দ মেনন, দু'পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক
শুরু থেকে শোভনের অবস্থান নিয়ে জল্পনা ছিলই। বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায় না তাঁকে। এমনকী অমিত শাহ-র সভাতেও দেখা মেলে না তাঁর। এ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে দলের অন্দরে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় নিরাপত্তা , বৈশাখীকে দলের বড় পদ দেওয়ার মতো একাধিক দাবি রয়েছে শোভনের। তাই দলীয় অবস্থান নিয়ে তিনি যে খুশি নন এ বিষয় স্পষ্ট। এরই মাঝে গতকাল রত্নার দায়িত্ব খর্ব করেছে তৃণমূল।
তবে হাজার শর্ত থাকলেও এত বছরের অভিজ্ঞ এক রাজনৈতিক নেতাকে হাতছাড়া করতে চায় না বিজেপি। তাই শোভনের দল ছাড়া নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন তড়িঘড়ি শোভনের বাড়ি পৌঁছে যান অরবিন্দ মেনন। জানা গিয়েছে, এদিন শোভনের সমস্ত দাবিই শোনেন তিনি। যদিও সূত্রের খবর, শোভনকে কোনও প্রতিশ্রুতি দেননি মেনন। কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন অধরাই।