Anubrata Mandal: দেড় মাস পর বীরভূমে 'কেষ্ট', আপ্লুত অনুগামীদের বললেন, "আমি মরি নাই"
শুক্রবার বাড়ি ফেরার পথে বারবার রাস্তায় অনুব্রতর (Anubrata Mandal) কনভয় দাঁড় করাতে হয়। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের আউসগ্রাম এলাকায়, অনুব্রত মণ্ডলের গাড়ির সামনে জয়ধ্বনি দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
নিজস্ব প্রতিবেদন: দেড় মাস পর শুক্রবার বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কাছের 'কেষ্টদা'কে এক ঝলক দেখতে তখন বাড়ির সামনে লোকে লোকারণ্য। শয়ে শয়ে মানুষকে দেখে আপ্লুত জেলা তৃণমূল (TMC) সভাপতি।
শুক্রবার বাড়ি ফেরার পথে বারবার রাস্তায় অনুব্রতর (Anubrata Mandal) কনভয় দাঁড় করাতে হয়। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের আউসগ্রাম এলাকায়, অনুব্রত মণ্ডলের গাড়ির সামনে জয়ধ্বনি দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। গুসকরা, গোবিন্দপুর ও ভেদিয়ায় তার কনভয় থামিয়ে দলীয় কর্মী-সমর্থকরা ফুল দিয়ে অভিনন্দন জানান। 'কেষ্টদা কেষ্টদা' রব ওঠে চারপাশে।
শুক্রবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে মঞ্চ বাঁধা হয়েছিল। প্রচুর কর্মী-সমর্থক ভিড় জমিয়েছিলেন। বাড়িতে পৌঁছে সেই মঞ্চে উঠেই জেলা তৃণমূল (TMC) সভাপতি বলেন, "কোনও অন্যায় কাজে থাকবে না। মানুষের পাশে থাকুন। মানুষের উন্নয়ন করুন। আপনাদের আশীর্বাদে আমি সুস্থ। বিশ্রাম নিতে হবে। বড়রা আমার প্রমাণ নেবেন। আমি আছি আমি মরি নাই।" কর্মী-সমর্থকের সঙ্গে দেখা করে বাড়িতে ঢুকে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের নেতা-বিধায়করা। সূত্রের খবর, তাঁদের সঙ্গে জেলার রাজনীতি নিয়ে আলোচনা করবেন 'কেষ্টদা'।