আদালতে তথ্য গোপন করেছে বিজেপি, হাইকোর্টে পাল্টা তৃণমূল
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বিজেপির মামলার জেরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।
নিজস্ব প্রতিবেদন: মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আগামিকাল পাল্টা হাইকোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চেই মামলাটি উঠবে। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তথ্য গোপন করে হাইকোর্টে গিয়েছে বিজেপি। সু্প্রিম কোর্ট ও হাইকোর্টে একই মামলা চলতে পারে না।
আরও পড়ুন: কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বিজেপির মামলার জেরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।
আরও পড়ুন: রাতারাতি নির্দেশ বাতিল কমিশনের, আর জমা দেওয়া যাবে না মনোনয়নপত্র
একই মামলা সুপ্রিম কোর্টেও করেছে বিজেপি। সেক্ষেত্রে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কখনই একই মামলা একসঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলতে পারে না। সুপ্রিম কোর্টেও যে এই সংক্রান্ত মামলা চলছে, তা হাইকোর্টের কাছে গোপন করে গিয়েছে বিজেপি। তারই পাল্টা হিসাবে বুধবার হাইকোর্টে পাল্টা যাচ্ছে তৃণমূল কংগ্রেস।