কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কমিশনের ভোলবদলের ফলে মঙ্গলবারই হাইকোর্টে মামলা করে বিজেপি। শুনানির পর নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।

Updated By: Apr 10, 2018, 04:20 PM IST
কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ।  অর্থাত্ মনোনয়ন  জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করা হল। বিজেপির মামলার জেরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

 সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মঙ্গলবার সকালে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নির্বাচন কমিশন।  জানিয়ে দেওয়া হয়, মনোনয়ন  জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল। পঞ্চায়েতে মনোনয়ন বিজ্ঞপ্তি নিয়ে জটিলতা তৈরি হয়। 

আরও পড়ুন: রাতারাতি নির্দেশ বাতিল কমিশনের, আর জমা দেওয়া যাবে না মনোনয়নপত্র

কমিশনের ভোলবদলের ফলে মঙ্গলবারই হাইকোর্টে মামলা করে বিজেপি। শুনানির পর নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।

আরও পড়ুন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ইমেল-এই 'পাল্টি খেল' নির্বাচন কমিশন!

কিন্তু এক্ষেত্রেও একটি জটিলতা থেকে যাচ্ছে। মঙ্গলবার বিকাল ৩ টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিলেও যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে নতুন করে আর কেউ মনোনয়ন জমা দিতে পারবেন কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও এক্ষেত্রে হাইকোর্ট নির্বাচন কমিশনের কোর্টেই বল ঠেলে দিয়েছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এহেন পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তার পথ খুঁজে বার করতে হবে নির্বাচন কমিশনকেই। সুপ্রিম কোর্টের নির্দেশে, এখন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। সেক্ষেত্রে এই বিষয়টিও কমিশনেরই এক্তিয়ারভুক্ত বলে জানিয়ে দেয় হাইকোর্ট 

.