দফায় দফায় সংঘর্ষ বাঁকুড়ায়, টাঙ্গির কোপে জখম BJP কর্মী, অভিযোগ TMCর বিরুদ্ধে
একজনের হাতে টাঙ্গির কোপ লাগে বলেও খবর।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-বিজেপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া। ঘটনায় দু-পক্ষের বেশ কয়েকজনের জখম হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোরা ব্লকের তাজপুর গ্রামে। একজনের হাতে টাঙ্গির কোপ লাগে বলেও খবর। শান্তি বাগদি নামে গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: West Bengal Election 2021: আক্রান্ত BJP প্রার্থী, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
অভিযোগ, শুক্রবার সন্ধে থেকেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় তাজপুরের ওই এলাকায়। বিজেপির অভিযোগ, কমপক্ষে শতাধিক তৃণমূল কর্মী লাঠি, রড, টাঙ্গি নিয়ে হামলা চালায় ওই গ্রামে। তাদের পার্টি অফিসও পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা থমথমে থাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিস। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির আদি-নব্য দ্বন্দ্বের ফলেই ওই ঘটনা।