তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খড়্গপুরের পলসা গ্রাম
এলাকা প্রাধান্য স্থাপন নিয়ে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুরের গ্রামীণ থানা এলাকার পলসা গ্রাম। বিজেপির চারটি সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলেও অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। এলাকায় উত্তেজনা।
আরও পড়ুন: “মা তোমার ছোটো ছেলেকে মেরে ফেললাম”
জানা গিয়েছে, এলাকা প্রাধান্য স্থাপন নিয়ে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। একে অপরকে লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি। রাতে পলসা গ্রামে চার বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আরও পড়ুন: প্রেমিকা অন্য যুবকের হাত ধরে পার্কে ঘুরছে, শাস্তি দিতে প্রেমিক বন্দুক নিয়ে যেতেই হেসে ফেললেন সকলে!
তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক হামলায় গুরুতর জখম হয়েছে। তাঁরা প্রত্যেকেই খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। এলাকায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিস টহল দিচ্ছে। সকাল থেকেই গ্রামে কম খুলেছে দোকানপাট, রাস্তাঘাট শুনশান।