বাঁকুড়ায় DSP-র বাড়িতে চুরি! আতঙ্কে বাসিন্দারা

খাস বাঁকুড়া শহরের সরকারি আবাসন। মাঝরাতে সেখানে হানা দিয়ে অবাধে অপারেশন সেরে চম্পট দিল দুষ্কৃতী দল।

Updated By: Nov 22, 2017, 06:12 PM IST
বাঁকুড়ায় DSP-র বাড়িতে চুরি! আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ার সরকারি আবাসনে পরপর ৪টি কোয়ার্টারে চুরি। বাদ গেল না DSP-র বাড়িও! 

আরও পড়ুন- "সরকার সব সুবিধা দিলেও কাজ হয়নি কেন?", কড়া ধমক মমতার

খাস বাঁকুড়া শহরের সরকারি আবাসন। মাঝরাতে সেখানে হানা দিয়ে অবাধে অপারেশন সেরে চম্পট দিল দুষ্কৃতী দল। সকালে আবাসিকরা দেখেন দরজার তালা ভাঙা। গোটা ঘর লন্ডভণ্ড। মেঝেয় ছড়িয়ে জিনিসপত্র। আলমারি ভেঙে সব তছনছ। লকার পর্যন্ত ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। গয়নাগাটি সব উধাও। স্বাভাবিক ভাবেই আতঙ্কে বাসিন্দারা।  

আরও পড়ুন- কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! পঞ্চদশ বেতন কমিশন গঠনের ছাড়পত্র কেন্দ্রের

আইলাকান্দির সরকারি আবাসনের চারটি পরিবার ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে। পুরোদস্তুর সেই সুযোগ নিয়েছে চোরের দল। যে চারটি কোয়ার্টারে চুরি হয়েছে তার একটি বাঁকুড়া জেলা পুলিসের DSP পি সুব্বার। আরেকটি কোয়ার্টার কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টরের। 

আরও পড়ুন- খুন করেছে বিজেপি, ভদ্রেশ্বরের পুরপ্রধান খুনে নিশানা সাধলেন ফিরহাদ

আইলাকান্দির সরকারি আবাসনে ৬০টি ফ্যামিলি থাকে। নিজেদের উদ্যোগে সিকিওরিটি গার্ডও রেখেছে তারা। কিন্তু নিরাপত্তা যে ফস্কা গেরো, বুঝিয়ে দিল চোরের দল। তদন্ত চালাচ্ছে বাঁকুড়া থানার পুলিস। 

.