তালাবন্ধ ক্লাসরুম! গরমের মধ্যে স্কুলের বারান্দায় বসেই চলছে পরীক্ষা

স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেনের বক্তব্য,নতুন প্রধান শিক্ষক অমানবিক আচরণ করছেন

Updated By: Apr 29, 2022, 11:58 AM IST
তালাবন্ধ ক্লাসরুম! গরমের মধ্যে স্কুলের বারান্দায় বসেই চলছে পরীক্ষা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: স্কুলের রুমগুলি চাবি দিয়ে বন্ধ করা। তাই বাধ্য হয়ে পরীক্ষা নিতে হল স্কুলের বারান্দায়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ অভিভাবকদের। প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে হুমকি দিলেন তৃণমূল কাউন্সিলর মোজাম্মেল হোসেন।

ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কেরানিতলার মোহনানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলে। এই স্কুলেই সকালবেলায় বালানন্দ প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন হয়। শুক্রবার সকালে স্কুলের শিক্ষিকারা এসে দেখেন সব রুমগুলি বন্ধ। প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অদিতি কর্মকারের বক্তব্য, হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন চাবি দেওয়া হবেনা। যেহেতু ছাত্ৰ ছাত্রীদের পরীক্ষা চলছে তাই তাদের কথা ভেবে বাধ্য হয়ে গরমের মধ্যেই বারান্দায় পরীক্ষা নিতে হচ্ছে।

এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকরা। খবর পেয়ে চলে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল কর্মীরা। অভিভাবকদের সঙ্গে নিয়ে তারা হাই স্কুলের প্রধান শিক্ষক সুমিত কুমার ঘোষের বাড়িতে যান। সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমত হুমকি দিতে দেখা যায় তাদের। প্রধান শিক্ষকের বক্তব্য শুক্রবার পরীক্ষা ছিল তিনি তা জানতেন না।

আরও পড়ুন: পান করতে হচ্ছে গবাদিপশুর স্নানের পুকুরের জল-ই, তীব্র জলকষ্ট মালদায়

স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেনের বক্তব্য,নতুন প্রধান শিক্ষক অমানবিক আচরণ করছেন। ছোট ছোট বাচ্চারা গরমের মধ্যে বাইরে পরীক্ষা দিচ্ছে। প্রধান শিক্ষক স্কুলটা রাখতে চাইছেন নাকি তুলে দিতে চাইছে তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। প্রধান শিক্ষক স্কুলের হয়রানি করার চক্রান্ত করছেন বলেও অভিযোগ কাউন্সিলরের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.