মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই, রাস্তায় প্রায় সাড়ে ৪ হাজার বাস নামালেন বাস-মিনিবাস মালিকরা

সবমিলিয়ে শহরে বেসরকারি বাস-মিনিবাসের চাহিদা ৬ হাজার। আজ চলছে প্রায় সাড়ে ৪ হাজার বাস। বাসের আকাল তাই আজ রাস্তায় অনেকটাই কম।

Reported By: অয়ন ঘোষাল | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 7, 2020, 06:09 PM IST
মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই, রাস্তায় প্রায় সাড়ে ৪ হাজার বাস নামালেন বাস-মিনিবাস মালিকরা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বাস নিয়ে কার্যত হয়রান হয়েছেন সাধারণ মানুষ থেকে সরকার। তবে এবার রাস্তায় বাসের আকাল কাটছে। বাসের সংখ্যা বাড়ালেন বেসরকারি বাস-মিনিবাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের ৪ হাজার বাস রাস্তায় নেমেছে। 

আরও পড়ুন:  UGC-র নির্দেশিকায় বিভ্রান্তি! রাজ্যে মূল্যায়ন কীভাবে, সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়

বাস-মিনিবাস অপারের্টাস ইউনিয়নেরও প্রায় ৪০ শতাংশ বাস রাস্তায় চলছে। শহরে প্রায় ৩ হাজার বাস চলছে এই সংগঠনের। একই পথে হেঁটেছে বেঙ্গল বাস সিন্ডিকেট ও মিনিবাস কোঅর্ডিনেশন কমিটি।

সবমিলিয়ে শহরে বেসরকারি বাস-মিনিবাসের চাহিদা ৬ হাজার। আজ চলছে প্রায় সাড়ে ৪ হাজার বাস। বাসের আকাল তাই আজ রাস্তায় অনেকটাই কম। অন্যদিকে বেসরকারি ক্যাব চালকদের করোনা মোকাবিলায় উপযুক্ত সরঞ্জাম দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:  লকডাউনের পথে উত্তর ২৪ পরগনা, নবান্নে গেল প্রস্তাব

এই অভিযোগে আজ পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে ওলা-উবের চালকদের একাধিক সংগঠন। বেঙ্কিঙ্ক স্ট্রিট থেকে মিছিল শুরু হয় দুপুরে। মিছিল শেষ হয় আরএন মুখার্জি রোডের পরিবহণ ভবনে।

.