হাসপাতাল থেকে উধাও করোনা রোগী, দেহ মিলল পুকুরে
গতকালই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নিজস্ব প্রতিবেদন: দুদিন আগে হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন কোভিড হাসপাতাল থেকে এক করোনা রোগীর উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। আজ সকালে সেই 'উধাও' হয়ে যাওয়া রোগীর দেহ উদ্ধার হল হাসপাতালের কাছেই একটি পুকুর থেকে। গত সোমবার উলুবেড়িয়ার জোয়ারগড়ির এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অভিযোগ,বুধবার রাতে হাসপাতাল থেকে হঠাৎই উধাও হয়ে যান ওই রোগী। গতকালই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: পাটুলিতে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ, চাকরি হারিয়েই চরম সিদ্ধান্ত অনুমান পুলিসের
তারপর আজ সকাল ১১ টা নাগাদ উলুবেড়িয়ার বৈকন্ঠপুরে একটি পুকুরে ওই রোগীর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে গেলে পুলিসকে বাধা দেয় স্থানীয়রা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিস সুপারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে আসে।
অন্যদিকে, পরিকল্পিত খুন। এমন অভিযোগে হাসপাতালের গেটের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়-পরিজনরা। হাসপাতাল গেটের সামনে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। দীর্ঘ টালবাহানার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।