পাটুলিতে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ, চাকরি হারিয়েই চরম সিদ্ধান্ত অনুমান পুলিসের

প্রাথমিক তদন্তে অনুমান অসুস্থ, অশক্ত মাকে খুন করে আত্মঘাতী ছেলে। পাটুলিকাণ্ডে সন্দেহ জোরাল হয়েছে ইতিমধ্যেই। 

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Oct 16, 2020, 03:04 PM IST
পাটুলিতে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ, চাকরি হারিয়েই চরম সিদ্ধান্ত অনুমান পুলিসের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: পাটুলিতে মা ও ছেলের রহস্যমৃত্যু। কানুনগো পার্কে  দরজা ভেঙে উদ্ধার -পচাগলা দেহ। একতলায় পড়ে ৯০ ছুঁইছুঁই  বৃদ্ধা মঞ্জুশ্রী মিত্র। পাশের ঘর থেকে ঝুলন্ত  অবস্থায় উদ্ধার তাঁর ছেলে বছর ৫০-এর শুভময় মিত্রর দেহ। দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দিয়েছিলেন পড়শিরাই। প্রাথমিক তদন্তে অনুমান অসুস্থ, অশক্ত মাকে খুন করে আত্মঘাতী ছেলে। পাটুলিকাণ্ডে সন্দেহ জোরাল হয়েছে ইতিমধ্যেই। 

আরও পড়ুন:  তিন হাসপাতাল ঘুরেও ভেন্টিলেশন মিলল না, অসুস্থ সদ্যোজাতকে নিয়েই ফিরল পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই মা-ছেলের দেখা মিলছিল না। এরপরেই দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিস এসে দরজা ভাঙলে দেখা যায় নিচেই পড়ে রয়েছেন বৃদ্ধা। এরপর ছেলের খোঁজ শুরু হয়। পাশের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ছেলের দেহ উদ্ধার করে পুলিস।

ঘটনায় আরও জানা যাচ্ছে, লেক মার্কেটে ভাড়া নেওয়া বইয়ের দোকান সম্প্রতি হাতছাড়া হয়ে যায়। লকডাউনের পর পরিস্থিতি খারাপ হতে থাকে। খাবার এমনকী ওষুধ কেনারও পয়সা ছিল না তাঁদের। মাসতিনেক কে এম সিতে চুক্তিভিত্তিক কাজ করছিলেন শুভময় মিত্র। মানসিক চাপে পড়েই এই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।  

.