পোষ্টাল ব্যালটে ভোটের সুযোগ ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের, চিঠি এল কমিশনের
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন মোতাবেক এই ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের পাশাপাশি এবার পোষ্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা। সেই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও পোষ্টাল ব্যালটের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন মোতাবেক এই ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন আছে সেখানে এই ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: রাকেশের বাড়ির পাশের CCTVতেই ক্লু? পামেলাকাণ্ডে পুলিসের রাডারে আরও ১ সন্দেহভাজন
এই চিঠি পাওয়ার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে ৮০ বছর বা তার ঊর্ধ্বে থাকা ভোটারের সংখ্যা ১১,৫৭,০৩০ জন ও বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৫,০০,৭১৫ জন। নির্দিষ্ট জায়গায় আবেদনের ভিত্তিতে এই ধরনের ভোটারদের জন্য পোষ্টাল ব্যালট প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।