পুজোর আগেই পরীক্ষার ভাবনা রাজ্যের, তোড়জোড় শুরু বিশ্ববিদ্যালয়গুলোতে

বিশ্ববিদ্যালয় বিশেষে পরীক্ষা পদ্ধতির বদল হবে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Aug 28, 2020, 09:34 PM IST
পুজোর আগেই পরীক্ষার ভাবনা রাজ্যের, তোড়জোড় শুরু বিশ্ববিদ্যালয়গুলোতে

নিজস্ব প্রতিবেদন: কলেজের পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে বিস্তর জল্পনার মধ্যেই শুরু হল প্রস্তুতি। সূত্রের খবর, পুজোর আগেই পড়ুয়াজদের পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিতে শুরু করল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। যদিও এই করোনা আবহে কীভাবে পরীক্ষা হবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন:  '১ কেজির দাম ২৫ টাকার বেশি যেন না হয়', আলুর দাম কমাতে কড়া রাজ্য

বিশ্ববিদ্যালয় বিশেষে পরীক্ষা পদ্ধতির বদল হবে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। প্রসঙ্গত, অফলাইন বা অনলাইন পরীক্ষার বিষয়টি নির্দেশিকাতেই উল্লেখ করেছিল ইউজিসি। তবে অনেক বিশ্ববিদ্যালয়ই ফলাফল প্রকাশ করেছে ইতিমধ্যেই। তবে এ ক্ষেত্রে তাঁরাও ফের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে বলেই সূত্রের খবর।

পরীক্ষা নিয়ে জল্পনা কাটছে না। শুক্রবার তৃণমূল ছাত্রপরিষদের সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে সেপ্টেম্বরে কোনও পরীক্ষাই নেবে না রাজ্য, এমনকী আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ঝান্ত জানানোর কথাও বলে রাজ্য। কিন্তু এর মাঝেই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অক্টোবর নাগাদ পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করল বিশ্ববিদ্যালয়।

Tags:
.