উন্নয়নের হিসেব নিতে সেপ্টেম্বরেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি করবেন।

Reported By: সুতপা সেন | Updated By: Sep 15, 2020, 09:50 PM IST
উন্নয়নের হিসেব নিতে সেপ্টেম্বরেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে কার্যত বন্ধ হয়েছিল জেলা সফর। তবে আবারও ছন্দে ফিরছে পরিস্থিতি। দীর্ঘদিন পর আবারও জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের শেষেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। ২১ সেপ্টেম্বর শিলিগুড়ি পৌঁছবে মমতা। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠক-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

আরও পড়ুন:  বাজারে অগ্নিমূল্য , সীমান্তে আটকে প্রায় ৫০ কোটি টাকার পেঁয়াজ

বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কিছুটা বেগ পেয়েছে মমতার সরকার। কাজেই বিধানসভা নির্বাটনের আগে এই সফর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, মার্চে শেষ জেলা সফরে গিয়েছিলেন মমতা। মার্চের পর আমফানের জন্য কাকদ্বীপ সফর করেছিলেন। তবে এবার পুরোদমেই জেলা সফরে ফিরছেন মমতা।

জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ২৩ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের। তবে এই সমস্ত জেলায় যাবেন না নেত্রী। উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর ২৪ সেপ্টেম্বর ফিরবেন শহরে। 

.