Suvendu Adhikari: কাঁথিতে প্রচারে বেরিয়ে 'হুমকি'! শুভেন্দুর বিরুদ্ধে দায়ের অভিযোগ

প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

Updated By: Feb 18, 2022, 03:16 PM IST
Suvendu Adhikari: কাঁথিতে প্রচারে বেরিয়ে 'হুমকি'! শুভেন্দুর বিরুদ্ধে দায়ের অভিযোগ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মামলা কাঁথিতে প্রচারে বেরিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। কাঁথি থানায় অভিযোগ দায়ের করে ৩ স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার কাঁথির ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচার করেন শুভেন্দু। শুভেন্দুর নিরাপত্তারক্ষীরাও হুমকি দেন বলে অভিযোগ। শুধু কাঁথি নয়, নদিয়ার গয়েশপুরেও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে তৃণমূল প্রার্থী। প্রার্থীর বিরুদ্ধে নারীপাচারের অভিযোগ তোলেন শুভেন্দু। তারপরেই পাল্টা মামলা দায়ের করেন তিনি। 

প্রসঙ্গত, এদিন কাঁথিতে শুভেন্দুকে ঘিরে স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা। শুক্রবার কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের মনহরচকে শুভেন্দু অধিকারী পৌছলে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পাল্টা স্লোগান দেন বিজেপি সমর্থকরা। 

আরও পড়ুন, জেলায় জেলায় 'বিক্ষুব্ধ' তৃণমূলের নির্দল হিসেবে মনোনয়ন, কড়া পদক্ষেপ নেতৃত্বের

এর আগেও বৃহস্পতিবার কাঁথির ২১ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী গোবিন্দ খাটুয়ার সমর্থনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তবে শুক্রবার স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে কাঁথি থানার বিশাল পুলিস বাহিনী এলাকায় যায়। শুভেন্দু অধিকারী এদিন বলেন, ''আগেও সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করেছি এমন অসভ্যতামি, নোংরামি কখনও কেউ করেনি। সবাই নির্বাচনে প্রচার করবে।'' 

সামনেই পুরসভা নির্বাচন। সেখানে বিজেপির লড়াই আরও কঠিন হবে বলেই মত রাজনৈতিক মহলের। এমতাবস্থায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করলেও, দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি নেই।

অথচ বিভিন্ন সময়ে শিশির অধিকারী থেকে শুরু করে সৌম্যেন্দু অধিকারী, পরিবারের একাধিক সদস্য কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদে ছিলেন। শেষবারও চেয়ারম্যান হন সৌম্যেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর বাড়ির কাউকে প্রার্থী করা হয়নি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.