Bankura Shocker: আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মর্মান্তিক পরিণতি ২ জনের...
Bankura Shocker: আবাস প্রকল্পে বাড়ি তৈরীর কাজ চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা...
মৃত্যুঞ্জয় দাস: আবাস প্রকল্পের কাজের মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা, এই ঘটনার সাক্ষী থাকলো ইন্দাস নন্দীপাড়া এলাকা। বাড়ি চাপা পড়ে মৃত্যু হল ২ জনের। আবাস দুর্ঘটনার জন্য এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ব্যাপকতরভাবে।
আরও পড়ুন: GangaSagar Mela 2025: দু'দশক পার, গঙ্গাসাগরে গৃহবধূর সন্ধান পেল পরিবার...
চলছিল আবাস প্রকল্পে বাড়ি তৈরীর কাজ। এই কারণেই উঠোনেরই একপাশে থাকা ঝিটেবেড়ার বাড়িতে সাময়িকভাবে উঠে এসেছিলেন পরিবারের লোকজন। গভীর রাতে সেই ঝিটেবেড়ার ঘর ধসে মৃত্যু হল পরিবারের দুই সদস্যের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস নন্দীপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম উজ্জ্বলা হাজরা ও দেব কেওড়া।
স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় তিনি নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরীর কাজ শুরু করেছিলেন। এই অবস্থায় সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি ঝিটেবেড়ার ঘরে আশ্রয় নিয়েছিলেন পরিবারের লোকজন। গতকাল গভীর রাতে যখন ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলা হাজরা নিজের নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন সেই সময়ই আচমকাই ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এতেই হয় বিপত্তি, চাপা গিয়ে দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবী, এলাকার একটি পুকুরের জল তুলে ফেলার কাজ করছিলেন পুকুরের মালিক। পুকুরের সেচ করা জল নিয়ে যাওয়া হচ্ছিল উজ্জ্বলা হাজরার ঝিটেবেড়ার ঘরের পাশ দিয়ে। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবীতে সরব হয়েছেন এলাকাবাসী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)